অবশেষে জানা গেল শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি কতদিন

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিন ছুটি থাকছে। আর নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৮ দিন এবং কলেজে ছুটি থাকছে ১০ দিন।

বাঙালি হিন্দুদের প্রধান এ ধর্মীয় উৎসবে মাদ্রসা শিক্ষার্থীরাও দুই দিন ছুটি পাচ্ছেন। পূজা উপলক্ষে কারিগরি স্কুলে ৫ দিন, কারিগরি কলেজগুলোতে ৭ দিন এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ৪ দিন ক্লাস বন্ধ থাকবে।

ষষ্ঠীর দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে। প্রাথমিকে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহাম, প্রবারণ পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ৭ দিন বন্ধ থাকবে। প্রাথমিকে ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে এ প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৮ দিন বন্ধ থাকবে এ স্কুলগুলো। ৮ অক্টোবর থেকে এ স্কুলগুলোতে ক্লাস শুরু হবে।

সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুসারে এ প্রতিষ্ঠানগুলোর ছুটিও শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ১০ দিন কলেজগুলো বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।

সরকারি-বেসরকারি মাদ্রাসার এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল পর্যায়ের শিক্ষার্থীরা পূজা উপলক্ষে ২ দিন ছুটি পাচ্ছেন। পূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর এ মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়া এ প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হবে ৫ অক্টোবর।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারে এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলো ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৫ দিন ছুটি থাকবে। ছুটি শেষে ৮ অক্টোবর থেকে এ প্রতিষ্ঠানগুলো খুলবে।

এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পর্যায়ের কারিগরি কলেজগুলো এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পূজায় ১ থেকে ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছাড়া ৪ দিন বন্ধ থাকবে। আর পূজা উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ডিপ্লোমা শিক্ষাক্রমের শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন।

পঞ্জিকা অনুসারে, এ বছর দুর্গাপূজার ষষ্ঠী হবে ২৮ সেপ্টেম্বর, সেদিনই শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ২ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।

দুর্গাপূজা উপলক্ষে এবার নবমী ও দশমীর দিন, অর্থাৎ ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এছাড়া হিন্দুরা ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমীর দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

দেশে এবার দুর্গাপূজা হবে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *